
চীনে পর্যটন খাতে এখন চলছে ধুন্ধুমার জোয়ার। আর সেই ধাক্কা লেগেছে দেশটির হোটেল শিল্পেও। দ্রুত নতুন নতুন চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে এই সেবাখাতটিকে।
ভ্রমণপিপাসুদের রুচির পরিবর্তন, প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক ব্যবস্থাপনার সংযোজনের ফলে হোটেলগুলো এখন সংস্কৃতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সমন্বিত অভিজ্ঞতার দিকে জোর দিচ্ছে।
চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটিতে দেশীয় ভ্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩২৮.৫ কোটি সফরে, যা আগের বছরের তুলনায় ২০.৬ শতাংশ বেশি। চায়না ট্যুরিজম একাডেমির হিসেবে, গ্রীষ্মকালে আরও আড়াইশো কোটির বেশি ভ্রমণ হবে বলে ধারণা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে শাংহাইয়ের চিন চিয়াং র্যাডিসন হোটেল চালু করেছে বিশেষ খাবারের আয়োজন ও খাদ্যভ্রমণ প্রোগ্রাম।
রেডিওটুডে নিউজ/আনাম