
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমবারের মতো ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করবেন বিউটি কুইন নাদিন আইয়ুব। আগামী ২১ নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ পাঠানো এক বিবৃতিতে এই প্রতিযোগিতায় নাদিন আইয়ুবের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন গর্বের সঙ্গে গোটা বিশ্ব থেকে প্রতিনিধিদের স্বাগত জানায়।
বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ণ উদযাপন করতেই এই প্রতিযোগিতার আয়োজন। সূত্র : সিএনএন
রেডিওটুডে নিউজ/আনাম