
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশে বেকারদের চাকরির ব্যবস্থা যতদিন হবে না ততদিন তাদের বেকার ভাতা দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের পণ্যের ন্যায্যমূল্যের ব্যবস্থা করা হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামীতে একটি সুখী-সমৃদ্ধি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে।
আজ শুক্রবার (২২ আগস্ট) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
জিন্নাহ কবির বলেন, ‘দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানেকে সুযোগ দিলে বাংলাদেশ সুখী-সমৃদ্ধি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।’
মানিকগঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিন্নাহ কবির বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আপনার ভোট দিতে পারেননি।
আপনারা এবার নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দেবেন। বিএনপি সরকার গঠন করলে দেশে বেকারদের চাকরির ব্যবস্থা যতদিন হবে না ততদিন তাদের বেকার ভাতা দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের পণ্যের ন্যায্যমূল্যের ব্যবস্থা করা হবে। এই ৩১ দফার মাধ্যমে আগামীতে একটি সুখী-সমৃদ্ধি রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হবে।
’তিনি বলেন, ‘আমার দৌলতপুর ও শিবালয় উপজেলায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আমার নেতা তারেক রহমানের নির্দেশে এসব অসহায় মানুষদের কাছে ছুটে যাচ্ছি। তাদের সাহায্যের চেষ্টা করছি।’
সভায় শিবালয় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন নাসির, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এ সময় পাঁচ শতাধিক নারী-পুরুষ প্রচারণা সভায় অংশ নেন।
রেডিওটুডে নিউজ/আনাম