
চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের বিভিন্নভাবে সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীর নাম 'উখং এআই'।
চীনা মহাকাশচারী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র শনিবার জানিয়েছে, এই বৃহৎ আকারের এআই মডেলটি ১৫ জুলাই থিয়ানচৌ ৯ কার্গো ক্র্যাফট-এর মাধ্যমে মহাকাশ স্টেশনে পৌঁছানো হয়েছে। এটি কিংবদন্তি বানর রাজা সান উখং-এর নামে নামকরণ করা হয়েছে। একই কার্গো ক্র্যাফটে মহাকাশচারীদের জন্য নতুন প্রজন্মের স্পেসস্যুট, তাজা ফল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও পাঠানো হয়।
এই এআই মডেলের ব্যবহার মহাকাশে ক্রুদের কাজের চাপ কমানোর পাশাপাশি আরও দক্ষতার সঙ্গে মিশন সম্পন্ন করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম