
চীনের জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে দুটি থিমভিত্তিক প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বেইজিংয়ের চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘরে শুরু হওয়া এই প্রদর্শনী সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।
প্রথম প্রদর্শনীতে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়েছে। সেখানে যুদ্ধকালীন ৩৪০টিরও বেশি দুষ্প্রাপ্য নথি প্রদর্শিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক যুদ্ধ ও ঘটনাবলির দলিল, সেই সময়ের সিপিসি নেতাদের হাতে লেখা চিঠি, ভাষণ ও উক্তি।
দ্বিতীয় প্রদর্শনীটি স্পেনের জনগণের জার্মানি ও ইতালির ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধকে কেন্দ্র করে। এতে জাতীয় স্বাধীনতা ও জনগণের মুক্তির থিমকে প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রথমবারের মতো স্পেন ও চীনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি একই প্রদর্শনীস্থলে তুলে ধরা হয়েছে, যেখানে ২৬০টিরও বেশি ছবি, ১৫০টির বেশি সাংস্কৃতিক নিদর্শন এবং ঐতিহাসিক ভিডিও ফুটেজের মাধ্যমে বিশ্বব্যাপী জনগণের সম্মিলিত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রদর্শনী চলবে চলতি বছরের শেষ পর্যন্ত।
রেডিওটুডে নিউজ/আনাম