
চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন পোকা আকৃতির এক অভিনব রোবট—‘ইলেকট্রনিক তেলাপোকা’। নেচার কমিউনিকেশনস–এ প্রকাশিত গবেষণা প্রবন্ধে বিস্তারিত তুলে ধরা হয়েছে এ উদ্ভাবনের।
২ সেন্টিমিটার লম্বা ও ১ গ্রাম ওজনের এই ক্ষুদে রোবট সহজেই সঙ্কীর্ণ স্থানে চলাচল করতে পারে। আসল তেলাপোকার মতো এর সহনশীলতাও দারুণ। ওজনে ১ গ্রাম হলেও সহ্য করতে পারে ৬০ কেজি পর্যন্ত চাপ!
এটি স্থল ও জলে চলতে সক্ষম। গবেষকদের আশা, দুর্যোগে আটকে পড়া মানুষ খোঁজা, পাইপলাইন পরীক্ষা কিংবা সঙ্কীর্ণ স্থানে কাজের জন্য এই রোবট কাজে লাগতে পারে। তবে এর এখন পর্যন্ত বড় সীমাবদ্ধতা হলো এর ব্যাটারি একটানা মাত্র ২০ মিনিট কাজ করে।
রেডিওটুডে নিউজ/আনাম