
চীনের সিয়াংচিয়াবা জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অত্যাধুনিক জাহাজ লিফট ২০১৮ সাল থেকে ১ কোটিরও বেশি টন পণ্য পরিবহন করে স্থানীয় নদীকেন্দ্রীক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। শনিবার এর অপারেটর এই তথ্য নিশ্চিত করেছে।
ইয়াংজি নদীর উজানে অবস্থিত এই জলবিদ্যুৎ কেন্দ্রটি চীনের "পশ্চিম-থেকে-পূর্ব বিদ্যুৎ সঞ্চালন" কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি লাখ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে দেশের জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করছে।
২০১৮ সালের মে মাস থেকে এই জাহাজ লিফটটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। এর সর্বোচ্চ উত্তোলন উচ্চতা ১১৪.২ মিটার, যা একটি ৪০ তলা ভবনের সমান। এটি ২৪ ঘন্টা চালু থাকে এবং বছরে ৩৩৯ দিন পর্যন্ত নৌযান চলাচল করে।
রেডিওটুডে নিউজ/আনাম