রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

Radio Today News

ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১২, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১৪, ১৭ আগস্ট ২০২৫

Google News
ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।

রোববার প্রধান অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ সরকার ফিলিস্তিনের প্রতি অসাধারণ সমর্থন দিয়ে আসছে। অনেক বাংলাদেশি মানুষ খাবার ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের মানুষ জানে এই সহায়তা বাংলাদেশ থেকেই আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।”

গাজায় মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই মূল ভুক্তভোগী।” এসময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষিত ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্রের নিন্দা জানাতে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত রামাদান বাংলাদেশ কর্তৃপক্ষকে ফিলিস্তিনি পণ্যের আমদানি আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতির পুনর্নিশ্চয়তা ব্যক্ত করে বলেন, “আমাদের জনগণ আপনাদের সঙ্গে আছে। সরকারও এ সমর্থন অব্যাহত রাখবে।” তিনি আশাপ্রকাশ করেন, ভবিষ্যতে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি টেকসই দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের