
সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় দুটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন।
হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ও নওগাঁ জেলার জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি করেছে।
এদিকে, পেঁয়াজ আমদানির খবরে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা বন্দরে পেঁয়াজ কিনতে ভিড় করেছেন। ফলে বন্দর অভ্যন্তরে বেড়েছে কর্মচাঞ্চল্যতা।
আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা। দাম হাঁকছেন ৬০ টাকা।
রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, প্রতি টন পেঁয়াজ ৪১০ ডলার এলসি মূল্য নির্ধারণ করে ১০ শতাংশ হারে শুল্কায়ন করা হচ্ছে। এতে টাকার হিসাবে দাঁড়িয়েছে ৫৫ টাকা ২৭ পয়সা।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, এ পর্যন্ত হিলি বন্দরে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। পূর্বের আইপি (আমদানির অনুমতি) মেয়াদ চলতি বছরের ৩ মার্চ শেষ হওয়ায়, ওইদিন থেকে আমদানি বন্ধ ছিল। আবারও আইপি পাওয়ায় আমদানি শুরু হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম