
চীনের তাইওয়ানে বসবাসরত মূল ভূখণ্ডের চীনা নাগরিকদের ওপর রাজনৈতিক নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান বিষয়ক দফতরের মুখপাত্র চু ফংলিয়াং এই নিন্দা জানান।
মুখপাত্র বলেন, তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) মূল ভূখণ্ড থেকে আগত স্বামী-স্ত্রীদের বিরুদ্ধে নতুনভাবে বৈষম্যমূলক নীতি প্রণয়ন করছে।
সম্প্রতি ডিপিপি প্রশাসন একটি খসড়া বিধান জারি করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে মূল ভূখণ্ডের যেসব নাগরিক তাইওয়ানে স্থায়ী বাসিন্দা হতে চান, তাদেরকে গৃহ নিবন্ধন ত্যাগ করার পাশাপাশি চীনের পিপলস রিপাবলিক পাসপোর্ট বাতিলের নোটারাইজড প্রমাণপত্র জমা দিতে বাধ্য থাকবে।
চু সতর্ক করে বলেন, চীনের পাসপোর্ট আইনের মাধ্যমে কঠোরভাবে সুরক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পাসপোর্ট জাল, নকল, হস্তান্তর, ইচ্ছাকৃত ক্ষতিসাধন বা অবৈধভাবে জব্দ করতে পারবে না।
রেডিওটুডে নিউজ/আনাম