মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪০, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৪৫, ১৮ আগস্ট ২০২৫

Google News
আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার

আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্সপ্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্সপ্রবাহ ছিল ১ হাজার ১৩৪ মিলিয়ন ডলার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।

এদিকে গত অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে ৪৭৩ কোটি ডলার, যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স।

আমেরিকার পর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ৪১৬ কোটি ডলার।

এই তিন দেশ ছাড়াও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের