
‘ভারতের সাথে সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন চায় চীন’‘ভারতের সাথে সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন চায় চীন’ভারতের সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মের মাধ্যমে, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন চায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে লিন চিয়ান বলেন, চীন ও ভারতের লোকসংখ্যা ২৮০ কোটি ছাড়িয়েছে। সরাসরি ফ্লাইট পুনরুদ্ধার দু’পক্ষের মধ্যে ব্যক্তি পর্যায়ের বিনিময় ও সহযোগিতার জন্য সুবিধা প্রদান করতে পারে এবং যত দ্রুত সম্ভব সরাসরি ফ্লাইট চালু করা হবে।
আরও বলেন, চীন ও ভারত দু’দেশের উচিত পরস্পরের অংশীদার হওয়া। ভারতের সাথে পারস্পরিক আস্থা জোরদার করে সহযোগিতা ও বিনিময় প্রসারিত করার মাধ্যমে মতভেদগুলো যথার্থভাবে সমাধান করতে ইচ্ছুক চীন বলে জানান মুখপাত্র।
রেডিওটুডে নিউজ/আনাম