শনিবার,

১৬ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৬ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

Radio Today News

বৈঠক শেষে ‘ইউক্রেন যুদ্ধ’ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১৬ আগস্ট ২০২৫

Google News
বৈঠক শেষে ‘ইউক্রেন যুদ্ধ’ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় প্রায় ৩ ঘণ্টার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি। আর সেখানে (রাশিয়া-ইউক্রেন-ন্যাটো) চুক্তি না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে কোনো চুক্তি হবে না। পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনা কিছুটা অগ্রগতি পেয়েছে। তবে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।’  

ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখেছি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, কিছু বিষয়ে এখনো সিদ্ধান্ত বাকি আছে। আমাদের আরও অগ্রগতির খুব ভালো সুযোগ রয়েছে।’
  
তিনি আরও বলেন, ‘আমি সবসময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দারুণ সম্পর্ক রেখেছি। আমাদের রাশিয়ার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে।’

এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের ‘মূল কারণগুলো’ নিরসন করতে হবে।

বৈঠকে তাদের আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কী বোঝাচ্ছেন, তার বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

এর আগে তাদের মধ্যকার ৩ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে রাশিয়ার মন্ত্রীদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বলে জানা গেছে।

পুতিন বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করি। 

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘শুভ কামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।’ একই সঙ্গে তিনি বলেন, উভয়পক্ষকেই ফলাফলকেন্দ্রিক হওয়া উচিত।

পুতিন আরও বলেন, ‘ট্রাম্প স্পষ্টত তাঁর দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী। তবে তিনি এটাও বুঝেছেন, রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে।’

যৌথ সংবাদ সম্মেলেনে প্রথমে কথা বলেন পুতিন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাসাগর দ্বারা আলাদা হলেও তারা খুব কাছের প্রতিবেশী। পুতিন বলেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান মাত্র চার কিলোমিটারের (এখানে আলাস্কার ছোট কোনো দ্বীপের সঙ্গে রাশিয়ার নিটকতম জলসীমার কথা বোঝানো হয়েছে)। আমরা অত্যন্ত কাছের প্রতিবেশী। এটিই বাস্তবতা।’

এ কারণে আলাস্কার এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটির টারমাকে দুজনের মধ্যে করমর্দনের সময় ট্রাম্পকে ‘হ্যালো, প্রতিবেশী’ বলে সম্বোধন করেছেন বলেও জানান পুতিন।

প্রাথমিক এসব কথার পর সংবাদ সম্মেলেন পুতিন আলাস্কার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল, যা ১৮০০-এর মাঝামাঝি দশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয়।

পুতিন আরও বলেন, আলাস্কায় এখনো রাশিয়ান ‘অর্থোডক্স চার্চ’ রয়েছে। তিনি মনে করেন, এই ঐতিহ্য পরস্পরের জন্য উপকারী এবং ন্যায্য সম্পর্ক পুনর্নির্মাণে সাহায্য করতে পারে।

এরপর পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের পটভূমি তুলে ধরেন। তাঁর দেশ কেন এই সংঘাতে জড়িয়েছে, সেই যুক্তিও উপস্থাপন করেন। সূত্র: বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের