
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বা ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের কারো শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের রফিকুলের ছেলে ফরিদুল (৪০), একই উপজেলার ইসলাম নগর গ্রামের মো. তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) ও একই উপজেলার জমগ্রামের তৈয়বুর রহমানের ছেলে মো. লিটন (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, নির্মাণাধীন ওই ভবনে কয়েকদিন যাবত শ্রমিকরা কাজ করে আসছেন। আজ বেলা ১১টার দিকে সেফটি ট্যাংকটির ভেতরে নেমেছিলেন একে একে তিন শ্রমিক, তারা আর উঠে আসতে পারেনি। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করেন, সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা দুটি বিষয়ে ধারণা করছি, এক হয়ত সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে বা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে।
এছাড়াও অন্যকোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম