রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

Radio Today News

বর্তমানে বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু রয়েছে: গোলাম পরওয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১৬ আগস্ট ২০২৫

Google News
বর্তমানে বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু রয়েছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিশ্বে চালু থাকা পদ্ধতিগুলোর মধ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। কোনো দল পিআর পদ্ধতির নির্বাচন চাক বা না চাক, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। দেশের জনগণ এটি গ্রহণ করবে।

শনিবার নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাইছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গিয়েছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতি। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। বর্তমানে বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু রয়েছে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি, কালো টাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। রাষ্ট্রপতির ভোটের মতোই একজন রিকশাওয়ালার ভোটেরও মূল্যায়ন করা হবে। এই পদ্ধতিতে মানসম্পন্ন সংসদ গঠন হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের