রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

Radio Today News

দেশীয় ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জে অ্যান্টিভেনম প্ল্যান্ট হবে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ আগস্ট ২০২৫

Google News
দেশীয় ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জে অ্যান্টিভেনম প্ল্যান্ট হবে 

দেশীয় ব্যবস্থাপনায় অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) উৎপাদনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গড়ে তোলা হবে অ্যান্টিভেনম প্ল্যান্ট। এছাড়া বিসিক কেমিকেল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন প্লান্ট স্থাপন হবে।

আজ শনিবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন হবে। এসময় জমি নিবন্ধন কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইডিসিএলের গোপালগঞ্জ প্ল্যান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এখানে আনা হবে। এজন্য ৪০ একর জায়গা সংস্থান করা হয়েছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন। এটি সামগ্রিক বিবেচনায় লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের