
বাংলাদেশে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ বাতের ব্যথায় ভুগছেন, যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। সম্প্রতি 'কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অব রিউমেটিক ডিজিজেস' (কপকর্ড)-এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএনআরএফআর-এর ভাইস চেয়ারম্যান ডা. নীরা ফেরদৌস। তিনি বলেন, দেশে বাতের ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, যার কারণে অনেক রোগী অপচিকিৎসার শিকার হচ্ছেন। সরকারের এ বিষয়ে নজর দেওয়া উচিত।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগছেন এবং প্রতি বছর নতুন করে সাড়ে ৬ হাজার রোগী যুক্ত হচ্ছেন। এছাড়া, বয়সজনিত হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত প্রায় সোয়া কোটি মানুষ, যেখানে প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ১৩ লাখ মানুষ। কোমড় বাত ব্যথায় (লাম্বার স্পন্ডাইলোসিস) ভুগছেন ১ কোটি ৬ লাখ মানুষ এবং প্রতি বছর ৩ লাখ নতুন রোগী যোগ হচ্ছেন।
অনুষ্ঠানের সভাপতি ও পিএনআরএফআরের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে অনেক মানুষ দরিদ্র হয়ে পড়ছে, এবং এই ক্ষেত্রে সহযোগিতা খুবই কম। ব্যথার কষ্ট থেকে মানুষকে মুক্তি দিতেই তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি এই কার্যক্রমে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান।
পিএনআরএফআর ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, প্রশ্ন-উত্তর পর্ব এবং রোগীদের হাতে-কলমে ব্যায়াম শেখানো হয়।
রেডিওটুডে নিউজ/আনাম