রোববার,

১০ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

রোববার,

১০ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০২, ৯ আগস্ট ২০২৫

Google News
পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নং প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জয়দেবপুর জংশনে প্রবেশের সময় 'পয়েন্টের ভুলের কারণে' ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি কোচ ব্রডগেজ লাইনে লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, ইঞ্জিনসহ দুটি থেকে তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে এই জংশন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। একই সাথে শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের