
কোয়ান্টাম এজ-এনকোডিং প্রযুক্তি ব্যবহার করে ওষুধের অণুর বৈশিষ্ট্য নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়ায় বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। সোমবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি এ খবর প্রকাশ করেছে।
হফেই-ভিত্তিক স্টার্টআপ অরিজিন কোয়ান্টাম এই প্রযুক্তি তৈরি করেছে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেফেই কমপ্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের ইনস্টিটিউট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায়। এটি বিশ্বের প্রথম কোয়ান্টাম-এম্বেডেড গ্রাফ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি ওষুধের অণুর বৈশিষ্ট্য পূর্বাভাস ব্যবস্থা।
ওষুধ উদ্ভাবনে সঠিকভাবে অণুর বৈশিষ্ট্য জানা প্রার্থী-ওষুধ দ্রুত বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এই সাফল্য অণুর আচরণ পূর্বাভাসের নির্ভুলতা বাড়িয়েছে এবং ওষুধ আবিষ্কারের দক্ষতা উন্নত করেছে। দলটি অরিজিন উখং কোয়ান্টাম কম্পিউটার-এ পরীক্ষা চালিয়ে প্রমাণ করেছেন, বর্তমানের নয়েজযুক্ত কোয়ান্টাম হার্ডওয়্যারগুলোও স্থিতিশীল মডেলে পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম।
গবেষণার বিস্তারিত প্রকাশ হয়েছে জার্নাল অব কেমিক্যাল ইনফরমেশন অ্যান্ড মডেলিং–এ।
রেডিওটুডে নিউজ/আনাম