
সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসনের তদন্ত কমিটি। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়েছে।
জানা গেছে, ৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে লুটপাটে জড়িত ১৩৭ জনের নাম উঠে এসেছে। পর্যটন স্পট ও পাথর সুরক্ষায় ১০ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তবে, প্রতিবদন সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি জেলা প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, এমন একটা সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলো, যখন সদ্য বিদায়ী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে সারোয়ার আলমের। জেলা প্রশাসককে প্রত্যাহারের পরপরই, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকেও প্রত্যাহার করা হয়। তিনি এই তদন্ত কমিটির একজন সদস্য।
এর আগে, সাদাপাথর লুটপাটের ঘটনায় ১৫শ থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করে জ্বলানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
গেলো কয়েকদিনের অভিযানে উদ্ধার করা হয় প্রায় সাড়ে পাঁচ লক্ষ ঘনফুট পাথর। সাদাপাথর স্পট ও আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে পাথরগুলো।
রেডিওটুডে নিউজ/আনাম