শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৭ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ২২ আগস্ট ২০২৫

Google News
ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরও তিনটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে। আজ শুক্রবার (২২ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের কাতেরিনিভকা, ভলোদিমিরিভকা এবং রুসিন ইয়ার গ্রামগুলো দখল করেছে। 

এতে রুশ বাহিনী কিয়েভের মূল প্রতিরক্ষা লাইনের আরও কাছাকাছি চলে এসেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, দোনেৎস্কের বিধ্বস্ত অঞ্চলে রুশ বাহিনী ধীর গতিতে হলেও একের পর এক এলাকা দখল করছে। সেসব এলাকায় খুব কম বাসিন্দা আছেন এবং কিছু ভবন এখনো অক্ষত রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, এই তিনটি গ্রামে রুশ বাহিনীর পতাকা উত্তোলন করা হয়েছে।

এ দিকে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে শান্তির প্রচেষ্টায় অসহযোগিতা করার অভিযোগ তুলেছে, যার ফলে শীর্ষ নেতাদের মধ্যে দ্রুত সময়ে কোনো শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা কমে গেছে।

রুশ গোলাবর্ষণের পর কোস্টিয়ানটিনিভকা শহরের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। মেরামত কাজও নিরাপত্তা কারণে করা যাচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়েরমাক গোলাবর্ষণের ফলে এক ১০ তলা আবাসিক ভবন আগুনে পুড়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন। তিনি মন্তব্য করেন, কাঙ্ক্ষিত ফল না পেয়ে রাশিয়া তাদের গুণ্ডামি অব্যাহত রেখেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাবর্ষণের ঘটনায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইউক্রেন আগেই ওই শহর ছেড়ে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের