শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২১ আগস্ট ২০২৫

Google News
‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে একদল ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার রাতে শিয়ালদহ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শিয়ালদহ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

স্থানীয়রা জানায়, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচে একটি মোবাইলের দোকানে যন্ত্রাংশ কিনতে যান। এ সময় যন্ত্রাংশের দাম নিয়ে কথা কাটাকাটি হয়। তখন ব্যবসায়ী হিন্দিতে ওই শিক্ষার্থীকে গালি দেন। এছড়া বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা করে। পরে ওই শিক্ষার্থী হোস্টেলে গিয়ে আরও কয়েকজন বন্ধুকে নিয়ে আবার দোকানটিতে যায়। তখন আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী জড়ো হয়ে তাদের ওপর হামলা করে। এতে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। 

মারধরের শিকার এক ছাত্র বলেন, ‘বাংলা বললেই বাংলাদেশি বলে গালি দেওয়া হচ্ছে। প্রতিবাদ করায় আমাদের মারধর করা হলো, এমনকি ছুরি-বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছে।’ 

কলকাতায় এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাপক্ষ নেতা গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘গুজরাটে মার খাই, রাজস্থানে মার খাই, এখন কি তবে কলকাতাতেও? এখানে বিজেপি নেই, তবুও অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন?’

বিজেপি নেতা সজল ঘোষ মন্তব্য করেন, ‘শিয়ালদহ তো কলকাতার প্রবেশদ্বার। সেখানেই যদি বাংলাদেশি বলে মারধর হয়, তবে তদন্ত হওয়া জরুরি।’ 

মুচিপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। 

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানিয়েছে মুচিপাড়া থানা পুলিশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের