শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৭ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

১৫ আগস্ট শোক জানানো সেলিব্রেটিদের নিয়ে যা বললেন রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৮, ২১ আগস্ট ২০২৫

Google News
১৫ আগস্ট শোক জানানো সেলিব্রেটিদের নিয়ে যা বললেন রিজভী

শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত ১৫ আগস্ট যে সব সেলিব্রেটিরা শোক জানিয়েছেন, তারা অনুভূতি বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

রিজভী বলেন, এবার ১৫ আগস্টে অনেকে বিভিন্ন পোস্ট দিয়েছেন। মহামানব বলে শোক জানিয়েছেন। বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ, বিভিন্ন সেলিব্রেটি, অভিনেতা, অভিনেত্রী। আমার অবাক লাগে পৃথিবীর সবচেয়ে অনুভূতিশীল মানুষ তারা যারা মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকে। কিন্তু পানি লাগবে পানি বলে যে মুগ্ধ গুলি খেতে খেতে বন্ধুর জন্য পানি নিয়ে যাচ্ছে- এটা এসব মানুষের মনকে এতটুকু নাড়া দেয়নি? তারা পোস্ট দিচ্ছে, নানা কথা বলছে। তারা কেন দিচ্ছে সেটা বুঝতে পারছি, তারা হয়তো তাদের অনুভূতির সেই জায়গাটা বিসর্জন দিয়েছে।  

ঢাকসুর সাবেক নেতা নুর ও টুকুর কথা তুলে ধরে তিনি বলেন, আমি জেলে ওদের সঙ্গে থেকেছি। আমরা একটু সিনিয়র ছিলাম বলে কিছুটা ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু ওদের গায়ে আঘাত করা হয়েছে। ডাকসুর ভিপি চাট্টিখানি কথা নয়। ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছে ফ্যাসিস্ট সরকার। 

রিজভী বলেন, জুলাই বিপ্লবের ভিত্তি তৈরি হয়েছে গত ১৬ বছরের নির্যাতন, পৈশ্বাচিকতা, হত্যার ওপর নির্ভর করে। অসংখ্য তরুণ ছাত্রকে হত্যা, গুম করা, বিচার বহির্ভূত হত্যা—এগুলো ১৬ বছর ধরে ঘটেছে। এগুলো জনসমাজের মধ্যে তীব্র দ্রোহ তৈরি করেছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে জুলাইতে। 

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তারা তৈরি করবেন। আমিও কিন্তু বিশ্বাস করতাম এটি শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছেন। এখন দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার সহকর্মীসহ সেটি তৈরি করেছেন। এ জন্য তাদের প্লট দেওয়া হয়েছে। এ জন্য তাদের এক কোটি করে টাকা দেওয়া হয়েছে। রাষ্ট্রের অর্থ নিয়ে কী লুটপাট করা হয়েছে! কী অনাচার করা হয়েছে! সেটি বলে শেষ করা যাবে না। ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর জন্য জনমানুষের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়নি? 

বিএনপি নেতা বলেন, আমাদের টাকা শেখ হাসিনা তার দলের স্বার্থে, পরিবারের স্বার্থে ব্যবহার করছে। এ সব দ্রোহের বহিঃপ্রকাশ জুলাই গণঅভ্যুত্থান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের