
দূষণ ও কার্বন নিঃসরণ কমিয়ে পানি শোধন খাতকে আরও টেকসই ও সবুজমুখী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করেছে চীন।
আনহুই প্রদেশের হফেই শহরে অবস্থিত সিয়াওছাংফাং অঞ্চলের সবচেয়ে বড় বর্জ্য পানি শোধনাগারে ইতোমধ্যেই এআই-ভিত্তিক পানি ব্যবস্থাপনা চালু হয়েছে। এই ব্যবস্থা প্রতিনিয়ত পানির মান পর্যবেক্ষণ করে এবং রিয়েল-টাইমে শোধন প্রক্রিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে ম্যানুয়াল হস্তক্ষেপ কমে গেছে, বেড়েছে কার্যকারিতা ও স্থিতিশীলতা।
প্রযুক্তিটি পানির প্রবাহ, অ্যামোনিয়া নাইট্রোজেন ঘনত্ব ও রাসায়নিক অক্সিজেন চাহিদা আগেভাগেই নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারে। দিনে গড়ে ৪ লাখ টন বর্জ্য পানি শোধনের সক্ষমতা রয়েছে এর।
এআই-এর নির্ভুল পূর্বাভাসে এসব পরিবর্তন মোকাবিলা এখন অনেক সহজ হয়েছে। শুরুতে পূর্বাভাসের সঠিকতা ছিল প্রায় ৮০ শতাংশ, তবে ধারাবাহিক ডেটা প্রশিক্ষণ ও অ্যালগরিদম উন্নয়নের ফলে এখন সেটি ৯৬ থেকে ৯৮ শতাংশে উন্নীত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম