
চীনে রেল খাতে ২০২৫ সালে ৪৩৩ বিলিয়ন ইউয়ান বিনিয়োগচীনা রেলওয়ে সিস্টেম চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ৪৩৩ বিলিয়ন ইউয়ান মূলধনী সম্পদ খাতে বিনিয়োগ করেছে। শনিবার প্রকাশিত চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগের এ পরিমাণ ৫.৬ শতাংশ বেশি।
চীনের “চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী তালিকাভুক্ত ১০২টি প্রধান প্রকল্পের মধ্যে রেলওয়ে সংক্রান্ত প্রকল্পগুলোর অগ্রগতি অর্জনে এ বিনিয়োগ অগ্রণী ভূমিকা রাখছে।
রেডিওটুডে নিউজ/আনাম