
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপে ট্র্যাকিং প্রযুক্তি সংযোজন বাধ্যতামূলক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’ নামের এ প্রস্তাব উত্থাপন করেন একজন মার্কিন রিপাবলিকান সিনেটর। বিলটির লক্ষ্য চীনের মতো দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি পৌঁছানো ঠেকানো। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি বাস্তবায়িত হলে বৈশ্বিক সরবরাহ-ব্যবস্থা ও ডিজিটাল নিরাপত্তায় গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।
তবে নতুন আইন অনুযায়ী, এই ট্র্যাকিং ডিভাইসগুলো কেবল লজিস্টিকস বা ইনভেন্টরি ম্যানেজমেন্টে নয়—বরং জাতীয় নিরাপত্তার অজুহাতে সরাসরি যুক্তরাষ্ট্র সরকার ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে এ ব্যবস্থা ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবেও কাজে লাগতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ মার্কিন আধিপত্য বজায় রাখার অংশ। তবে এর ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ভেঙে পড়তে পারে, আন্তর্জাতিক আস্থার সংকট তৈরি হতে পারে এবং এক নতুন নজরদারি যুগ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম