শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

‘অর্থনীতিতে অন্তর্ভুক্ত হতে না পারে, তবে দেশের গণতন্ত্র সফল হবে না’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৫, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৫৬, ২৩ আগস্ট ২০২৫

Google News
‘অর্থনীতিতে অন্তর্ভুক্ত হতে না পারে, তবে দেশের গণতন্ত্র সফল হবে না’

শুধু ভোট দিয়ে সরকার গঠন করলেই গণতন্ত্র হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

আমীর খসরু বলেন, ‘শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ণ করলে চলবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করতে হবে। মিডিয়াকেও গণতন্ত্রায়ণ করতে হবে। শুধু ভোট দিয়ে সরকার গঠন করলেই গণতন্ত্র হবে না। প্রত্যেকটি জায়গায় যদি গণতন্ত্রের প্রতিফলন ঘটানো না যায়, তাহলে গণতন্ত্র কাজ করবে না।’  

তিনি বলেন, ‘দেশের মানুষ যদি অর্থনীতিতে অন্তর্ভুক্ত হতে না পারে, তবে দেশের গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায়ও তাই। তারা যদি মুক্ত পরিবেশে তাদের সাংবাদিকতা করতে না পারে তাহলেও গণতন্ত্র কাজ করবে না।’

শেখ হাসিনা পালানোর পর মানুষের আকাঙ্ক্ষা যে দল বুঝতে পারবে না, তাদের ভবিষ্যৎ নেই বলে এ সময় মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের