শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

নতুন আগ্রাসনের `আরো কঠোর জবাব` দেওয়ার অঙ্গীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ২৩ আগস্ট ২০২৫

Google News
নতুন আগ্রাসনের `আরো কঠোর জবাব` দেওয়ার অঙ্গীকার ইরানের

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশটির বিরুদ্ধে অবৈধ ইসরায়েলি-মার্কিন আক্রমণের চেয়েও "আরও ভয়াবহ" প্রতিশোধ নেওয়ার জন্য তার বাহিনীর প্রস্তুতি ব্যক্ত করেছেন।

জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহকে পাঠানো এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। হাতামি বলেন, ১৯৮০-৮৮ সালের ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল যার ফলে বিশ্ব দেশটির জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতার উপর নির্ভরতা স্বীকার করেছে।

জেনারেল হাতামি বলেন, "১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ প্রমাণ করেছে যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বিজ্ঞ নির্দেশনায় জাতীয় ঐক্য ও সংহতির কৌশল, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইসলামি ইরানের প্রিয় জনগণের অন্তর্দৃষ্টিপূর্ণ ও সচেতন প্রতিরোধ আমাদের দেশকে দুষ্কৃতকারীদের অপবিত্র জোটের বিরুদ্ধে জয়লাভের দিকে নিয়ে গেছে এবং শত্রুর অশুভ লক্ষ্যকে ব্যর্থ করেছে," 

তিনি আরো বলেন, "আজও, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যেকোনো দুষ্ট আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ-বিচূর্ণ ও অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সাথে প্রস্তুত।"

তিনি ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং নাসিরজাদেহের প্রচেষ্টার প্রশংসা করেন।  সেইসাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিবেদিতপ্রাণ বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং কর্মচারীদেরও প্রশংসা করেন।

হাতামি "জাতীয় সক্ষমতা ব্যবহার করে-অগ্রগতি এবং ক্রমবর্ধমান শক্তির উচ্চ শিখরে পৌঁছানোর জন্য" সেনাবাহিনীর প্রস্তুতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের