
রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো আর্কটিক বরফের নিচ দিয়ে গোপনে চলাচল করতে সক্ষম বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৩ আগস্ট) মস্কোর পূর্বে সারভ শহরে পারমাণবিক খাতের কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। পৃথিবীতে একমাত্র রাশিয়ারই এই সামরিক সক্ষমতা রয়েছে।
পুতিন জোর দিয়ে বলেন, আর্কটিক অঞ্চল রাশিয়ার প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের কৌশলগত পারমাণবিক সাবমেরিনগুলো আর্কটিক বরফের নিচে ডুবে যায় এবং রাডারে অদৃশ্য হয়ে যায়। এটাই আমাদের সামরিক শ্রেষ্ঠত্ব।”
পুতিন আরও জানান, আর্কটিক গবেষণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বরফ গলে যাওয়ার ফলে নৌপথগুলো আরও সহজলভ্য হয়ে উঠছে।
তিনি বলেন, “এটি আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা, কারণ অনেক দেশই এই রুটগুলো ব্যবহার করতে আগ্রহী।”
রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক অঞ্চলকে নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছে।
বর্তমানে রাশিয়াই একমাত্র দেশ যারা পারমাণবিক শক্তিচালিত বরফভাঙা জাহাজের বহর পরিচালনা করছে।
২০০০ সালের পর থেকে রাশিয়া আটটি বোরে-শ্রেণির পারমাণবিক সাবমেরিন নির্মাণ করেছে। সর্বশেষ জাহাজ ‘কন্যাজ পোজারস্কি’ গত বছর চালু করা হয়েছে। আরও দুটি নির্মাণাধীন রয়েছে।
গত মাসে পুতিন বলেন, এসব সাবমেরিন বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যেগুলোর পাল্লা ৮ হাজার কিমি (৪৯৭০ মাইল) পর্যন্ত হতে পারে। সূত্র: আরটি
রেডিওটুডে নিউজ/আনাম