শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

২৩ আগস্ট ২০২৫,

৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

মাইলস্টোন ট্র্যাজেডি

৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫০, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৫১, ২৩ আগস্ট ২০২৫

Google News
৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলো স্কুলটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে। 

তার বাড়ি বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গত ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে।

গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ৩৭ জন নিহত হয়। তাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ ছাড়া অনেকে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের