
রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেট রবিউল হককে ছুরিকাঘাতের পর হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ জালালকে হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
আহত রবিউল হক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিউল জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে শুরু করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল তাকে 'অবৈধ' ও 'বহিরাগত' বলে গালিগালাজ করে এবং পরে তাকে ছুরিকাঘাত করে।
ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন এবং তার ছাত্রত্ব বাতিলের পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি বলেন, রাতেই শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। আজকের ঘটনার পর তার বিরুদ্ধে আগের সব অভিযোগ খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছেন। প্রক্টর জানান, শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে পদ্ধতিগতভাবে তাদের দাবি জানালে ব্যবস্থা নেওয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম