বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

বোলিং না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৯, ২৫ আগস্ট ২০২৫

Google News
বোলিং না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন এক খেলোয়াড়ের গুলিতে দলের অধিনায়ক ও তার ভাই নিহত হয়েছেন। বোলারকে ওভার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান।

এই হামলায় তাদের চাচাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে গুজরাটের একটি স্থানীয় মাঠে। পুলিশ সূত্রে জানা যায়, ম্যাচ চলাকালীন ফখর ইকবাল নামের এক বোলারকে তার অধিনায়ক ওভার দেননি, যা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরপরই ক্ষিপ্ত হয়ে সেই খেলোয়াড় বন্দুক দিয়ে অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই ও চাচার ওপর গুলি চালান।

হামলার পরপরই ঘটনাস্থলে মারা যান অধিনায়ক ফখর ইকবাল। গুরুতর আহত অবস্থায় তার ভাই ও চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ফখর ইকবালের ভাইও মারা যান। বর্তমানে তাদের চাচা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের