বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

সিটি স্ক্যানের সময় অ্যালার্জিক শকে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২৫ আগস্ট ২০২৫

Google News
সিটি স্ক্যানের সময় অ্যালার্জিক শকে তরুণীর মৃত্যু

ব্রাজিলে সম্প্রতি সিটি স্ক্যান করানোর সময় কনট্রাস্ট এজেন্টে মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়ায় ২২ বছর বয়সী এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রিও দো সুলে আলতো ভালে আঞ্চলিক হাসপাতালে এ ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, লেতিসিয়া পল অ্যানাফাইল্যাকটিক শকে আক্রান্ত হয়ে এক দিনেরও কম সময়ের মধ্যে ২০ আগস্ট মারা যান।

তার গলায় নল ঢুকিয়ে শ্বাস নিতে সহায়তাসহ জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়েছিল। তার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
লেতিসিয়ার আন্টি সান্দ্রা পল ব্রাজিলের সংবাদমাধ্যম জি১-কে জানিয়েছেন, লেতিসিয়ার কিডনিতে পাথরের ইতিহাস থাকায় নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিটি স্ক্যান করা হচ্ছিল। এ সময় তিনি হঠাৎ অ্যানাফাইল্যাকটিক শকে আক্রান্ত হন।

জনস হপকিন্স মেডিসিনের তথ্য মতে, অ্যানাফাইল্যাকটিক শক হলো আকস্মিক, তীব্র ও জীবনঘাতী অ্যালার্জিক প্রতিক্রিয়া। এতে শ্বাসনালি সংকোচন, শ্বাসকষ্ট, গলা ফুলে যাওয়া ও রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।

লেতিসিয়া পল ব্রাজিলের রিও দো সুলের কাছের লন্ত্রাস শহরের বাসিন্দা ছিলেন। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং আইন ও রিয়েল এস্টেটে স্নাতকোত্তর পড়াশোনাও করছিলেন।

জি১-কে সান্দ্রা পল বলেন, ‘সে প্রাণবন্ত মেয়ে ছিল, যার ব্যক্তিত্ব ছিল অনন্য। সে আইনকে ভালোবাসত; পড়াশোনায় ছিল ভীষণ মনোযোগী। তার বড় স্বপ্ন ছিল, আর আমি নিশ্চিত, একদিন সে আইনি জগতে পরিচিত নাম হয়ে উঠত।’

আলতো ভালে আঞ্চলিক হাসপাতাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এই সুযোগে নৈতিকতা, স্বচ্ছতা ও স্বাস্থ্যসেবার নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সব ধরনের চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য মতে, আয়োডিনযুক্ত কনট্রাস্ট ডাই সাধারণত সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রেতে ব্যবহৃত হয়, যাতে অঙ্গ ও টিস্যুর ছবি স্পষ্ট হয়। এটি সাধারণত নিরাপদ। তবে আনুমানিক প্রতি পাঁচ থেকে ১০ হাজার রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে জীবনহানিকর প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

রেডিওলজি ও ইমেজিং ডায়াগনস্টিক বিশেষজ্ঞ ডা. মুরিলো ইউজেনিও অলিভেইরা জানিয়েছেন, স্ক্যানে ব্যবহৃত কনট্রাস্ট এজেন্ট সাধারণত নিরাপদ ও কার্যকর। বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তবে তা বিরল, আর লেতিসিয়া পলের মতো মারাত্মক প্রতিক্রিয়া খুবই অস্বাভাবিক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের