
চীনের ওপর এবার ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরা খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাতে বলা হয়, চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।
ওই খবরে বলা হয়েছে, বেইজিং দুর্লভ খনিজ উপাদান নিয়ে অত্যন্ত সংবেদনশীল অবস্থান গ্রহণ করেছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ এবং ম্যাগনেট রপ্তানির উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। বর্তমানে বিশ্বের ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এই উপাদানগুলো সেমিকন্ডাক্টর চিপসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য অপরিহার্য, যা স্মার্টফোনের মতো উন্নত প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হয়।
ট্রাম্পের মন্তব্যটি এমন এক সময় প্রকাশ্যে এলো যখন যুক্তরাষ্ট্র ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনকারী এই কোম্পানি তার উৎপাদন প্রক্রিয়ায় দুর্লভ খনিজ উপাদানের উপর ব্যাপকভাবে নির্ভর করে।
অন্যদিকে চীনের রপ্তানি প্রবণতা বিপরীত চিত্র প্রদর্শন করেছে। গত জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, জুন মাসের তুলনায় জুলাই মাসে বিরল খনিজ আকরিক আমদানি ৪,৭০০ টনেরও বেশি বেড়েছে।
চলতি মাসের শুরুতে এই বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও, নতুন হুমকি পরিস্থিতিকে পুনরায় জটিল করে তুলছে বলে মনে হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম