বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪১, ২৬ আগস্ট ২০২৫

Google News
বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, এ কর্মসূচিতে সারাদেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান করা হয়েছে। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।

দ্বিতীয়ত, ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে। এ ছাড়া বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এ পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এছাড়া সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের