
খাইবার পাখতুনখোয়ার আপার দির জেলায় পুলিশ এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পরিচালিত যৌথ অভিযানে কমপক্ষে ৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) একজন সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) এ তথ্য নিশ্চিত করেছেন।
জিও নিউজের সেঙ্গে বলতে গিয়ে এসএসপি সৈয়দ মুহাম্মদ বিলাল বলেন, ‘প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকায় টানা তিন দিন ধরে ফিতনা আল-খাওয়ারিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিল। এ সময় পাঁচজন সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।’
প্রতিবেদনে বলা হয়, হিল টপ, দোবান্দো দারা, মাসালা বান্দা, শান্দাল বাগ, ইতান দারা, বাগ কালে, সাঙ্গের এবং শান্দাল বাগসহ একাধিক এলাকায় পরিচালিত অভিযানে পুলিশ, এলিট ফোর্স এবং র্যাপিড রেসপন্স ফোর্সের সদস্যরা অংশ নেন। সংঘর্ষের সময় দুইজন বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন এবং পুলিশ ও সিটিডির ১০ জন সদস্য আহত হয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য সন্ত্রাস দমন বিভাগ, পুলিশ কর্মকর্তা ও কর্মীদের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অভিযানের সময় বেসামরিক নাগরিকদের শহিদ হওয়ার জন্য গভীর শোক প্রকাশও করেছেন তিনি।
পাকিস্তান ২০২১ সাল থেকে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং বেলুচিস্তান প্রদেশে।
চলতি বছরের মে মাসে সন্ত্রাসী হামলার পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে দেশটিতে। ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশটিতে ৭৮টি সন্ত্রাসী হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে ১০০ জন নিহতের ঘটনা ঘটে।
জুন মাসে সহিংসতা ও অভিযানে মোট ১৭৫ জন নিহত হয়েছেন - যার মধ্যে ৫৫ জন নিরাপত্তা কর্মী, ৭৭ জন জঙ্গি, ৪১ জন বেসামরিক নাগরিক এবং দুইজন শান্তি কমিটির সদস্য।
রেডিওটুডে নিউজ/আনাম