বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বুধবার,

২৭ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, ৪ সাংবাদিকসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ আগস্ট ২০২৫

Google News
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, ৪ সাংবাদিকসহ নিহত ২০

গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের চুক্তিভিত্তিক ক্যামেরাপারসন হুসাম আল-মাসরি আছেন। প্রথম দফার হামলাতেই তিনি নিহত হন। এরপর যখন উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে যান, তখনই দ্বিতীয় দফার হামলা চালানো হয়। এসময় আল-জাজিরার মোহাম্মদ সালামা, ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু দাকা এবং এনবিসির মুয়াজ আবু তাহা নিহত হন। এতে রয়টার্সের অপর চুক্তিভিত্তিক আলোকচিত্রী হাতেম খালেদ গুরুতর আহত হন। এছাড়া বেশ কয়েকজন উদ্ধারকর্মীও নিহত হন এই হামলায়। 

ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এ হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, এটি মুক্ত সংবাদমাধ্যমের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ। সাংবাদিকদের আতঙ্কিত করে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতেই ইসরায়েল এ ধরনের হামলা চালাচ্ছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নাসের হাসপাতালে আরও চারজন সাংবাদিক নিহত হওয়ায় গাজায় শহীদ সাংবাদিকের সংখ্যা ২৪৪ জনে দাঁড়িয়েছে।’

ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া এক সাংবাদিক আল জাজিরাকে জানিয়েছেন, দুই বছর ধরে চলা যুদ্ধের কারণে তারা বিদ্যুৎ ও ইন্টারনেট থেকে বঞ্চিত, তাই ফিলিস্তিনি সাংবাদিকরা খবর পাঠাতে হাসপাতালের এই পরিষেবাগুলো ব্যবহার করে আসছেন।

তিনি বলেন, ‘আমরা সবসময় আহত ফিলিস্তিনিদের অনুসরণ করছি। জানাজা, দাফন থেকে শুরু করে অপুষ্টির ঘটনাগুলোও হাসপাতাল থেকেই জানতে পারছি ও প্রতিবেদন করছি আমরা।’

এই কারণেই ফিলিস্তিনি সাংবাদিকরা গাজার হাসপাতালগুলোকে তাদের শিবিরে পরিণত করেছিলেন। সেখানেই তাদের ওপর হামলা চালানো হল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের