
বন্ধকী জালিয়াতির অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প এ ঘোষণা দেন।
চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান এবং ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তার ক্ষমতাবলে কুককে 'অবিলম্বে' বরখাস্ত করা হয়েছে। তিনি গত সপ্তাহে ফেডারেল মর্টগেজ নিয়ন্ত্রক সংস্থার আনা অভিযোগের কথা উল্লেখ করে বলেন, কুক এক বা একাধিক বন্ধকী চুক্তিতে মিথ্যা বিবৃতি দিয়েছেন, যার যথেষ্ট প্রমাণ রয়েছে।
ট্রাম্প তার চিঠিতে আরও লেখেন যে, ফেডারেল রিজার্ভের সদস্যদের ওপর জনগণের পূর্ণ আস্থা থাকা প্রয়োজন। আর্থিক বিষয়ে কুকের 'প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক' আচরণের কারণে সেই আস্থা ক্ষুণ্ণ হয়েছে।
গত শুক্রবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে কুক যদি পদত্যাগ না করেন, তবে তাকে বরখাস্ত করা হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত কুক একই সময়ে দুটি ভিন্ন সম্পত্তিকে তার প্রাথমিক বাসস্থান হিসেবে উল্লেখ করে বন্ধকী জালিয়াতি করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম