
ডেনমার্কের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলগে লুন্ডকে চীনের জৈব চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বুধবার বেইজিংয়ে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেন, চীন তার জনগণের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়। ইতোমধ্যেই তার দেশ বিশ্বের বৃহত্তম মৌলিক স্বাস্থ্যসেবা বীমা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে, যার ফলস্বরূপ নাগরিকদের গড় আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এ সময় তিনি নভো নরডিস্কের মতো শীর্ষস্থানীয় জৈব চিকিৎসা কোম্পানিগুলোকে চীনে তাদের বিনিয়োগ এবং অংশীদারিত্ব সম্প্রসারিত করার আহ্বান জানান।
রেডিওটুডে নিউজ/আনাম