
চীনের ছেংতুতে অনুষ্ঠিত এবারের ওয়ার্ল্ড গেমসে ইতিহাসের সেরা ফল অর্জন করেছে চীন। প্রথমবারের মতো স্বর্ণপদক ও মোট পদক উভয় তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটি।
রোববার চীনা প্রতিনিধি দলের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
টুর্নামেন্টে চীনের ৩২১ জন অ্যাথলেট ২৮টি ক্রীড়ায় মোট ১৫২টি ইভেন্টে অংশ নেন। এতে চীন ৩৬টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক জিতে সর্বমোট ৬৪টি পদক অর্জন করে, যা ওয়ার্ল্ড গেমসে তাদের অংশগ্রহণ ইতিহাসে সর্বোচ্চ।
“বাউন্ডলেস স্পোর্টস, কাউন্টলেস ওয়ান্ডার্স” স্লোগানে চলা এবারের গেমস ৭ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম