
চাঁদপুর মাছঘাটে দুই কেজি ওজনের একটি ইলিশ ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার স্থানীয় মাছ বিক্রেতা সম্রাট এই মাছটি কেনেন। রোববার মাছটি ঢাকায় এক ক্রেতার কাছে পাঠান বলে তিনি জানান।
ভরা মৌসুমেও এক ইলিশ চড়া মূল্যে বিক্রি হওয়ায় আলোচনার সৃষ্টি হয়েছে মাছঘাটে। মে মাসের দিকে ইলিশ ছিল বর্তমানের তুলনায়ও অনেক কম।
স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, শনিবার মাছঘাটে নিলামে তুলতেই বড় আকারের এই ইলিশ ক্রেতাদের দৃষ্টি কেড়ে নেয়। ধীরে ধীরে নিলামে দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৯ হাজার ৫৫০ টাকায় মাছটি বিক্রি হয়। প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা।
মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, লক্ষ্মীপুরের মেঘনার বাড়তির খাল এলাকা থেকে গোফরান বেপারী চাঁদপুর আড়তে এই মাছটি পাঠান। এত বড় ইলিশ ঘাটে সচরাচর কম আসে।
মাছ কিনতে আসা ক্রেতারা বলেন, দামের কথা ভাবলে সাধারণ মানুষের পক্ষে কেনা কঠিন বেশি দামের মাছ। তবে বড় আকারের ইলিশের স্বাদ আলাদা। ধনীরা উচ্চমূল্য দিয়ে এখান থেকে বড় ইলিশ কিনে নিয়ে যায়।
চাঁদপুর অঞ্চলের ইলিশ দেশজুড়ে বিখ্যাত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের ইলিশের দেখা কম মেলে। এ কারণে বাজারে বড় আকারের মাছ আসলেই দাম কয়েক গুণ বেড়ে যায়। যদিও চাঁদপুরে ইলিশের ভরা মৌসুমে প্রতি কেজি ইলিশের মূল্য ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা।
রেডিওটুডে নিউজ/আনাম