
রাশিয়ার অভ্যন্তরে কোনো ধরনের হামলা চালানোর জন্য ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার না করার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে হামলা করতে চাইলে তাদের নিজস্ব বা অন্য কোনো দেশের অস্ত্র ব্যবহার করতে হবে।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, গত তিন-চার মাসে একাধিকবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সামরিক কমান্ড প্রত্যেকবার সেই অনুমতি প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা দুটি কারণ দেখিয়েছেন: প্রথমত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সংঘাত কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন; দ্বিতীয়ত, তার প্রশাসন এই যুদ্ধের অবসানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাদের মতে, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে হামলা করে, তাহলে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে যাবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই যুদ্ধের অবসানকে আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রাখার ঘোষণা দেন। সম্প্রতি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন এবং যুদ্ধাবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম