সোমবার,

২৫ আগস্ট ২০২৫,

৯ ভাদ্র ১৪৩২

সোমবার,

২৫ আগস্ট ২০২৫,

৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো মিয়ানমারের বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ২৪ আগস্ট ২০২৫

Google News
বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো মিয়ানমারের বিদ্রোহীরা

 মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা দেশটির ঐতিহাসিক গোকটেইক রেলসেতু বোমা হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে বলে জান্তা সরকার দাবি করেছে। রোববার (২৪ আগস্ট) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ঔপনিবেশিক আমলে নির্মিত এই সেতু একসময় বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে পরিচিত ছিল।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন একটি ভিডিও বার্তায় বলেন, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে এই ঐতিহাসিক সেতুটি ধ্বংস করেছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত এই সেতুটি মিয়ানমারের সবচেয়ে উঁচু সেতু। এটি মান্দালয়কে উত্তর শান রাজ্যের সঙ্গে রেলপথে যুক্ত করেছিল।

অন্যদিকে, টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সামরিক জান্তার বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “মিয়ানমার সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিগুলোতে হামলা করার সময় তাদের ছোড়া বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।” সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা বাহিনী ও টিএনএলএর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের