
ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এসময় একটি সামরিক কম্পাউন্ড, যেখানে প্রেসিডেন্ট প্যালেস অবস্থিত, দুটি বিদ্যুৎ স্টেশন এবং একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি দেশটির সেনাবাহিনীর। এই হামলাগুলো হুতিদের পক্ষ থেকে ইসরায়েলে পুনরায় রকেট এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েল সশস্ত্র বাহিনী আইডিএফ জানিয়েছে, সানায় প্রেসিডেন্ট প্যালেসটি ‘একটি সামরিক স্থাপনার মধ্যে অবস্থিত, যেখান থেকে হুতি বাহিনী তাদের সামরিক অভিযান পরিচালনা করে।’ হামলায় লক্ষ্য করা দুটি বিদ্যুৎ কেন্দ্র ‘সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ সুবিধা হিসেবে কাজ করছিল,’ জানিয়েছে সেনাবাহিনী।
হামলায় প্রায় এক ডজন আইএফএফ (ইসরায়েলি বিমান বাহিনীর) বিমান, যার মধ্যে যুদ্ধবিমান এবং রিফুয়েলিং বিমান অংশ নিয়েছে। সামরিক সূত্র অনুযায়ী, চারটি লক্ষ্যবস্তুতে ৩০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম