
সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে লাসা শহরের পোতালা প্রাসাদ চত্বরে অংশগ্রহণ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং । এ সময় তিনি সিচাংয়ের বিভিন্ন জাতি ও মহলের প্রায় ২০ হাজার প্রতিনিধির সঙ্গে মিলিত হয়ে একযোগে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান, সিপিসি’র প্রতিনিধি দলের প্রধান ওয়াং হু নিং এতে ভাষণ দিয়েছেন।
তিনি বলেন, ১৯৬৫ সালের সেপ্টেম্বরে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির স্নেহপূর্ণ তত্ত্বাবধানে এবং জাতিগত নীতির আলোকে, সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এটি ছিল সিচাংয়ের উন্নয়নের একটি যুগান্তকারী ঘটনা, যা সিচাংয়ের শান্তিপূর্ণ মুক্তি এবং গণতান্ত্রিক সংস্কারের মহান অর্জনগুলোকে একীভূত করে এবং এর সামাজিক ব্যবস্থায় একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জন করে।
গত ৬০ বছরে, সিচাং ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জন করেছে, আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন করেছে, জাতিগত ঐক্যকে সুসংহত করেছে এবং সব জাতিগত গোষ্ঠীর মানুষের জন্য সমৃদ্ধি এনেছে। এটি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের অটল শক্তি এবং চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থার উল্লেখযোগ্য রাজনৈতিক সুবিধাগুলোকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।
রেডিওটুডে নিউজ/আনাম