
জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে।
আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি-
মেষ রাশি: পুরনো বন্ধুর থেকে ব্যবসার বিষয়ে পরামর্শ নিতে পারেন। প্রিয়জনকে আজ হতাশ করবেন না। নয়তো পরে আফসোস হতে পারে। বাড়ির কোনও সমস্যার জন্য কর্মক্ষেত্রে মনোযোগে ব্যাঘাত ঘটবে। ব্যবসায়ীদের আজ সতর্ক হওয়া প্রয়োজন।
বৃষভ রাশি: অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন। জমিজমা বিক্রির জন্য দিনটি লাভজনক। কোনও সুযোগ হারিয়ে গেলে তা ফিরে নাও আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের উদ্যম স্পষ্ট করলে লাভবান হবেন। কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে চাপ এবং পারিবারিক সমস্যা মেজাজ খারাপ করে তুলতে পারে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য দিনটি ভালো। প্রিয়জনের কোনও আচরণ মনে আঘাত দিতে পারে। বাণিজ্যিক উদ্দেশে গৃহীত সফর ভালো ফল দেবে। জীবনসঙ্গিনীর কোনও কাজে মেজাজ ঠিক হয়ে যেতে পারে।
কর্কট রাশি: সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন। বিনিয়োগের আগে সত্যতা যাচাই করে নিন। অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। মোটের উপর এটি একটি আনন্দদায়ক দিন হবে। বৃদ্ধ বয়সের জাতকরা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন।
সিংহ রাশি: স্বাস্থ্য ভালো থাকবে আজ। আর্থিক দিকটাও শক্তিশালী থাকবে। ঋণ দেওয়া অর্থ ফেরত পাবেন। প্রিয়জনের ভালোবাসা উপলব্ধি করতে পারবেন। কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি: অন্যদের সন্তুষ্ট করতে নিজের ক্ষতি করবেন না। খরচ বাড়লেও আয় বজায় থাকবে। সন্তানদের ধৈর্য ধরে সামলাতে হবে। দিবাস্বপ্নে পতনের সম্ভাবনা অনিবার্য। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। কোথাও ঘুরতে যেতে পারেন। বিভিন্ন বিষয়ে মতভেদ হতে পারে।
তুলা রাশি: আজ বিশ্রামের যথেষ্ট সময় পাবেন। আর্থিক লাভের আশঙ্কা রয়েছে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন। বৈবাহিক জীবনের জন্য দিনটি সেরা হতে চলেছে।
বৃশ্চিক রাশি: দিনটি আবেগ মিশ্রিত হলেও চিন্তা করবেন না। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় শুরু করুন। প্রেমে প্রত্যাখ্যানের সম্ভাবনা। জীবনসঙ্গীর সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারবেন। সবকিছু আপনার ইচ্ছা মতো নাও চলতে পারে।
ধনু রাশি: বেশি ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ব্যবসায় প্রচুর লাভ পাবেন। প্রিয়জনকে কোনও বার্তা দেওয়ার হলে এখনই জানানো ভালো হবে। আপনার কাজের পরিবর্তনের জেরে মানসিক শান্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
মকর রাশি: কাজের চাপের জন্য অসুস্থ হতে পারেন। প্রেমের ছলনা থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সজাগ থাকা দরকার। স্ত্রীর ইচ্ছাকৃত আঘাতে বিচলিত হয়ে পড়তে পারেন।
কুম্ভ রাশি: বিনিয়োগের জন্য সঠিক পরামর্শের খোঁজ করুন।ব্যক্তিগত সম্পর্কগুলিতে ঝুঁকি দেখা দিতে পারে। মহিলা সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে নজর নাও দিতে পারেন।
মীন রাশি: অতীতের উদ্যোগগুলি থেকে ভালো ফল পাবেন। জমিজমা বিক্রির জন্য ভালো দিন। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভালো দিন। কোনও অবাঞ্ছিত অতিথির জন্য সময় নষ্ট হতে পারে। বিবাহিত জীবন আজ সুখে কাটবে।
রেডিওটুডে নিউজ/আনাম