
জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে।
আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি-
মেষ রাশি: অর্থের বিষয়ে সচেতন হতে হবে। গার্হস্থ্য সমস্যা লেগে থাকতে পারে। স্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন। নিজেকে যথেষ্ট সময় দিন।
বৃষভ রাশি: অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করলে আজ সুফল পাবেন। সৃজনশীলতা প্রশংসিত হবে। প্রেমে যন্ত্রণা পেতে হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কঠিন সময় পেরোতে হতে পারে। তবে খারাপ সময় কেটে যাবে।
মিথুন রাশি: জেদ নিয়ন্ত্রণ করুন। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি জটিল হতে পারে। সবকিছু আপনার ইচ্ছা মতো নাও হতে পারে।
কর্কট রাশি: ধর্মীয় কাজের জন্য দিনটি ভালো। আর্থিক বিষয়ে মনোযোগী হন। ফাঁকা সময়ে নিজের মতো কাটাতে পারেন। বৈবাহিক জীবনে বড় সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি: শরীরচর্চা দিয়ে দিন শুরু করলে আজ ভালো হবে। পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিন। উচিত। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যক্তিত্বে আজ ইতিবাচক পরিবর্তন আসবে। কিছউ শারীরিক সমস্যা থাকলেও মোটের উপর ভালো দিন।
কন্যা রাশি: দীর্ঘকালের সঞ্চয় আজ কাজে লাগতে পারে। পরিবারের জন্য কোনও বড় সুখবর আসতে পারে। প্রিয়জনকে হতাশ করবেন না। কর্মক্ষেত্রে প্রত্যাশিত ফল পেতে পারেন। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করবেন আজ।
তুলা রাশি: আর্থিক উন্নতি হতে পারে। মানুষের মনে রেখাপাত করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহচর্য পাবেন। বৈবাহিক জীবন আজ ভালো কাটবে।
বৃশ্চিক রাশি: অত্যধিক দুশ্চিন্তা এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা বুঝেশুনে বিনিয়োগ করবেন। অপ্রত্যাশিত দায়িত্ব নিতে হতে পারে। ভ্রমণে প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিন।
ধনু রাশি: দীর্ঘদিন হতাশ থাকলে আজ মনোভাবের বদল ঘটবে। আর্থিক বিনিয়োগে সতর্ক হন। রসবোধের জন্য সুবিধা পাবেন। বৈবাহিক জীবন আজ সুখে কাটবে।
মকর রাশি: মনকে ইতিবাচক ভাবনায় ব্যস্ত রাখুন। অতীতের বিনিয়োগ আজ লাভজনক হবে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
কুম্ভ রাশি: বন্ধুদের সহায়তা পাবেন আজ। দিনের শুরুতে কোনও আর্থিক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে কোনও অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ধর্মীয় কাজের জন্য দিনটি ভালো।
মীন রাশি: মনকে দুশ্চিন্তা মুক্ত রাখুন। পরিবারের জন্য ভালো খবর আসতে পারে। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষেই থাকবে। পরিবারের দিকে আজ সময় দেওয়া উচিত।
রেডিওটুডে নিউজ/আনাম