
জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে।
আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি-
মেষ রাশি: সারাদিনে যথেষ্ট অর্থ রোজগারে সক্ষম হবেন। পরিবারের দায়িত্ব ভুলে যাবেন না। কোনও দূরবর্তী স্থানে সফর করতে হতে পারে। জীবনসঙ্গিনীর সাহচর্য পাবেন আজ। এতে মনে শান্তি বিরাজ করবে।
বৃষভ রাশি: যথেষ্ট বিশ্রাম নেওয়ার সময় পাবেন আজ। সন্তানদের জন্য আর্থিক সমৃদ্ধি আসবে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন আজ। বৈবাহিক জীবন সুন্দর কাটবে। নিজেকে আজ চাপ মুক্ত রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি: অভদ্র আচরণের জেরে স্ত্রীর মেজাজ খারাপ হতে পারে। কোনও বিনিয়োগ লাভজনক প্রমাণিত হবে। পরিবারের সদস্যদের আজ আনন্দদায়ক সময় কাটান। জীবনসঙ্গীর সঙ্গে আজ যথেষ্ট সময় কাটানো হোক।
কর্কট রাশি: আজকের দিনটি শক্তিতে পরিপূর্ণ থাকবে। অপ্রত্যাশিত ভাবে আর্থিক বোঝা বাড়তে পারে। পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া উচিত। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। খালি সময়ের আজ পূর্ণ ব্যবহার করতে পারবেন।
সিংহ রাশি: উত্তেজনা কমালে মানসিক শান্তি পাবেন। হাত গলে আজ টাকআ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করার জন্য দিনটি ভআলো। অতীতের কথা ভাবার থেকে ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা ভাল। উদ্বেগের মধ্যে শক্তির অপচয় করবেন না।
কন্যা রাশি: আজকের দিনে বিনিয়োগ এড়িয়েই চলুন। বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন। অতীতের কথা ভেবে হতাশা আসতে পারে। কোনও অনুষ্ঠান বাড়িতে গেলে মদ্যপান এড়িয়ে চলুন আজ।
তুলা রাশি: ব্যবসায়ীরা কোনও পরিবারের সদস্যকে ঋণ দেওয়া থেকে এড়িয়ে চলুন। কোনও পারিবারিক জমায়েতে আজ ব্যস্ত দিন কাটবে। ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি শুভ। জীবনসঙ্গিনী আজ বিশেষ মনোযোগ দেবে আপনার প্রতি।
বৃশ্চিক রাশি: আজ স্বাস্থ্য ভালো থাকবে। সারাদিন সক্রিয় থাকবেন। বিনিয়োগের জন্য সঠিক পরামর্শদাতা খুঁজুন। বাড়িতে অপ্রত্যাশিত অতিথি আগমন হতে পারে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষেই থাকবে। মেজাজ সারাদিন মোটের উপরে ভালো থাকবে। বাবার থেকে কোনও উপহার পেতে পারেন।
ধনু রাশি: দানী মনোভাব আপনার জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। আসন্ন সময়টি চ্যালেঞ্জে পরিপূর্ণ হতে পারে। ভালো ধারণায় আজ পূর্ণ থাকবেন। তবে বাবা মায়ের স্বাস্থ্য উদ্বিগ্ন করতে পারে। স্ত্রীর সঙ্গে আজ জীবনের শ্রেষ্ঠ দিনটি কাটাতে চলেছেন।
মকর রাশি: মানসিক চাপ এড়িয়ে চলুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আর্থিক ক্ষতি হতে পারে। রসিক স্বভাবের জন্য আজ জনপ্রিয়তা পাবেন। অপরিচিত মানুষদের সঙ্গে কথাবার্তায় বেশি সময় নষ্ট করবেন না। মনের মানুষের সঙ্গে আজ প্রেমময় দিন কাটাবেন।
কুম্ভ রাশি: মানসিক চাপ দূরে সরিয়ে আজকের দিনটা বিশ্রাম নেওয়া উচিত। আর্থিক পরিকল্পনা শুরু করা উচিত। পুরো পরিবারের জন্য কোনও খুশির খবর আসতে পারে। অপ্রত্যাশিত বাকবিতন্ডার জন্য মেজাজ খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় জিনিসে সময় ব্যয় করবেন না আজ।
মীন রাশি: কোনও শারীরিক যন্ত্রণা আজ কষ্ট দিতে পারে। আর্থিক উন্নতি হলেও টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক উত্তেজনা মনে চাপ ফেলবে দেবেন না। আজ নিজের জন্য যথেষ্ট সময় বের করার চেষ্টা করুন।
রেডিওটুডে নিউজ/আনাম