
সংসদ নির্বাচনের আগে সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ‘বিপদ’ দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের কাছে অবৈধ অস্ত্র আছে, অবৈধ টাকা আছে। সামনে নির্বাচন; যদি অন্তবর্তীকালীন সরকার এই অবৈধ উদ্ধার করতে না পারে, তাহলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে জিয়া পরিষদ উদ্যোগে রিকশা-ভ্যান চালকদের মধ্যে রেইন কোট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা দেখছেন সচিবালয়সহ বিভিন্ন জায়গায় উদ্দেশ্য নিয়ে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরিতে তারা কাজ করছেন। এ সময় জুলাই সনদের বিষয়ে আইন ও সংবিধান নির্বাচিত সরকার সংশোধন করবে বলে মন্তব্য রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আপনারা জুলাই সনদের বিষয়ে কথা বলছেন। জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয় সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছে, আগেই গণভোট দিতে হবে, কিন্তু কেন? যদি মূল নীতিমালায় কোনও পরিবর্তন করতে হয়, মূলনীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরও সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়। কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট। শেখ হাসিনা যেমন গায়ের জোড়ে চালিয়েছে যে- প্রধান বিচারপতির সঙ্গে আমার মতের মিল হয়নি অতএব গোয়েন্দা সংস্থার লোকদের পাঠিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। ওই ধরনের আলামত বৈশিষ্ট্য এখন কেন থাকবে? যে নিয়ম ভেঙেছে শেখ হাসিনা সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন, রাষ্ট্রের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংশোধন করতে হলে সেটা তাদের দায়িত্ব।
রিজভী আরও বলেন, ৫ আগস্টের পর আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করা যাবে না। ১৫-১৬ বছরে জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে।
জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
রেডিওটুডে নিউজ/আনাম