
শাংহাইয়ের ছিংপু জেলায় নির্মিত হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় আউটলেট, যার মোট আয়তন হবে দুই লাখ বর্গমিটারেরও বেশি। ২০২৬ সালে এর নির্মাণ শেষ হবে বলে জানিয়েছে শাংহাই সিনমিন ইভনিং নিউজ।
শাংহাই বাইলিয়ান গ্রুপ কোম্পানি লিমিটেডের মালিকানাধীন ছিংপু বাইলিয়ান আউটলেটের দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে এটি দুটি যানবাহন ও পদচারী সেতুর মাধ্যমে প্রথম ধাপের সঙ্গে যুক্ত হবে। তখন এটি হবে এশিয়ার সবচেয়ে বড় আউটলেট।
এতে নতুন করে প্রায় ১০০টি নতুন ব্র্যান্ড যুক্ত হবে। আগে থেকে থাকা ৬০০ ব্র্যান্ডের সঙ্গে মিলিয়ে তৈরি হবে এক অনন্য ‘মাইক্রো-ভ্যাকেশন’ গন্তব্য, যেখানে থাকবে আধুনিক শিল্পকলা গ্যালারির নান্দনিকতা ও ক্রীড়া-সামাজিক কেন্দ্রের উচ্ছ্বাস।
রেডিওটুডে নিউজ/আনাম